![মেয়ে সানাকে প্রকাশ্যেই বকা দিলেন সৌরভ, ভাইরাল হলো সেই কথোপকথন](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=350/imagestore/images/sports/libra_libra/sourav-ganguly-and-his-daughter-sanas-conversation-in-a-social-media3c98d775-4c61-4662-9acb-53ad4d604411-415x250.jpg)
মেয়ে সানাকে প্রকাশ্যেই বকা দিলেন সৌরভ, ভাইরাল হলো সেই কথোপকথন
বিসিসিআই সভাপতি হওয়ার পর প্রথম চ্যালেঞ্জেই সেঞ্চুরি। দেশের মাটিতে প্রথম গোলাপি বলে দি-রাতের টেস্ট ম্যাচ করিয়ে তাক লাগিয়ে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রশংসায় ভরিয়ে দিয়েছে ক্রিকেট বিশ্ব। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় কোনও কিছু তিনি এক দৃষ্টে দেখছিলেন যা তাঁর হয়তো ভালো লাগেনি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর মেয়ে সানা করেছিলেন কমেন্ট। আর সেখানেই মেয়েকে যা বললেন সৌরভ তাই এখন ভাইরাল। আসলে বাবার সেই ছবি দেখে সানা কমেন্ট করে, ‘কী দেখে তুমি এত বিরক্ত হয়েছ?’ সৌরভ মেয়ের এই প্রশ্নে একটু চালাকি করে লেখেন, ‘তোমার অবাধ্যতা দেখে৷’ সঙ্গে আবার জুড়ে দেন মজার ইমোজি৷ সানাও অবশ্য ছেড়ে দেওয়ার পাত্রী নয়৷ সে লেখে, ‘তোমার থেকেই তো শিখেছি৷’ এর সঙ্গে আবারও ছিল একাধিক মজার ইমোজি৷ দেখুন সেই ছবি –
View this post on InstagramA post shared by SOURAV GANGULY (@souravganguly) on